এখন আপনি শুধু টুইটারের মাধ্যমে বন্ধুই খুজবেন না টাকাও আয় করবেন। এখন যেকোন টুইটার ইউজার ইচ্ছে করলেই টুইটারের মাধ্যমে মোটা অংকের টাকা আয় করতে পারবে। না এটা কোন ধোকা নয়। এটা সত্যিই সত্যি। এটা স্পন্সরডটুইটস। আমি বিস্তারিত এ সম্পর্কে বলছি।
স্পন্সরডটুইটস হচ্ছে একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে আপনাকে সরাসরি বিজ্ঞাপন দাতাদের সাখে যোগাযোগের সুযোগ দেয়া হয়। যাদের বিজ্ঞাপন আপনি আপনার টুইটার এ্যাকাউন্টে দিবেন। এটাকে আপনি এক অর্থে ইবে বা এ্যামাজনের সাথে তুলনা করতে পারেন।
এটা যেভাবে কাজ করে :
১. আপনার টুইটের মূল্য নির্ধারণ করুন : আপনার প্রতি টুইটের মূল্য নির্ধারন করুন। ক্যাটাগরি নির্ধারণ করে কিছু কীওয়ার্ড দিন। তারপর অফারের জন্য অপেক্ষা করুন।
২. অফার বাছুন : যে অফারগুলো আপনাকে দেয়া হবে আপনি ইচ্ছে করলে তা গ্রহন অথবা বর্জন করতে পারেন।
৩. টাকা গ্রহন করুন : যদি আপনি কোন অফার গ্রহন করেন তাহলে ২৪ ঘন্টার মধ্যে আপনার একাউন্টে টাকা যোগ হয়ে যাবে। যখন আপনার একাউন্ট ব্যালেন্স ৫০ ডলার হয় তাহলে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। Register link
টুইটারের আরেকটি মজার ব্যাপার হচ্ছে, আপনার যদি প্রচুর সংখ্যক ফলোয়ার বা অনুসারী থাকে, তাহলে আপনি টুইটার থেকে টাকা আয়েরও ব্যবস্থা করতে পারবেন। অবশ্য কাজটি মোটেই সহজ নয়। শুধু ফলোয়ার থাকলেই হবে না, আপনার থাকতে হবে হিউম্যান ফলোয়ার। অর্থাৎ, বট ফলোয়ার থাকলে আপনি বিভিন্ন ওয়েবসাইটে টুইটার থেকে টাকা আয়ের উদ্দেশ্যে সাইন আপ করতে পারবেন ঠিকই, তবে টাকা তেমন একটা আসবে না। কেননা, বট আপনার লিংকে ক্লিক করলেও সে রেজিস্ট্রেশন করবে না।
যাই হোক, আসুন জেনে নিই ৪টি ওয়েবসাইটের কথা যারা আপনাকে আপনার টুইটার একাউন্ট থেকে টাকা আয়ের ব্যবস্থা করে দিতে পারে।
Sponsored Tweets
পাঠকদের মধ্যে কেউ যদি IZEA Inc. এর নাম শুনে থাকেন, তাহলে বুঝতেই পারবেন স্পনসর্ড টুইটস কোম্পানিটির অবস্থান। আইজিয়া ইনকর্পোরেটেড অনলাইনে আয়ের ক্ষেত্রে একটি বিশাল মার্কেট ধরে রেখেছে। বেশ কয়েকটি সমৃদ্ধ মার্কেটপ্লেসও রয়েছে এদের। তাই প্রথম যখন আইজিয়া কর্তৃক sponsored tweets এর ঘোষণা দেয়া হয়, তখন মোটামুটি নাড়া পড়ে যায় ইন্টারনেট জগতে।
স্পনসর্ড টুইটস আপনাকে পেপালের মাধ্যমে টাকা দিয়ে থাকে। সর্বনিম্ন ৫০ ডলার হলে আপনি টাকা তুলতে পারবেন। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সুবিধাতো রয়েছেই।
ad.ly
ad.ly হঠাৎ করেই বেশ নাড়া ফেলে দিয়েছে ইন্টারনেট জগতে। এটি প্রায় নতুন একটি টুইটার অ্যাডভার্টাইজিং কোম্পানি। এদের কনসেপ্টও কিছুটা ভিন্ন। এরা আপনাকে সপ্তাহব্যাপী ক্যামপেইন অফার করবে। অর্থাৎ, টানা এক সপ্তাহের জন্য আপনি টাকা পেয়ে যাবেন যার বিনিময়ে প্রতিদিন আপনার একাউন্ট থেকে একটি করে স্ট্যাটাস আপডেট করা হবে। এক্ষেত্রে সপ্তাহব্যাপী ক্যামপেইনের জন্য কত টাকা নিবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে। তবে ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি বুঝতে না পারেন কত টাকা অফার করা উচিৎ, ad.ly আপনাকে সাহায্য করবে।
ad.ly এর ওয়েবসাইট ঘেঁটে কত টাকা আয় হলে তা উঠানো যায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে কোম্পানিটি।
be-a-magpie

বি-এ-ম্যাগপাই-এ তিন ধরনের স্পনসর্ড টুইট থাকে। পে-পার-ভিউ, পে-পার-ক্লিক এবং পে-পার-অ্যাকশন। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ধরনের টুইটের কী কাজ। আপনি এগুলোর যেকোনো একটি সিলেক্ট করে রাখতে পারেন অথবা সবগুলোকেই allow করে রাখতে পারেন। পছন্দ আপনার। বি-এ-ম্যাগপাই আপনাকে পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করবে। এ জন্য আপনার ন্যূনতম ব্যালেন্স হতে হবে ৫০ ডলার। আপনি আপনার ব্যালেন্স দিয়ে প্রয়োজনে বি-এ-ম্যাগপাই নেটওয়ার্কে অ্যাডভার্টাইজিংয়ের কাজেও লেগে যেতে পারেন। এছাড়াও রেফারাল অপশন তো রয়েছেই।
RevTwt

রেভিনিউ টুইট পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে। আপনার ব্যালেন্স ন্যূনতম ২০ ডলার হলেই আপনি টাকা পেয়ে যাবেন। এছাড়া চেকের মাধ্যমেও টাকা দিয়ে থাকে রেভিনিউ টুইট। সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যালেন্স ১০০ ডলার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
লক্ষ্যণীয়
টুইটার থেকে আয়ের ব্যাপারটি এখনও প্রায় নতুন। যেহেতু বাংলাদেশে এখনো টুইটার ততোটা জনপ্রিয়তা পায়নি, তাই প্রাথমিক দৃষ্টিতে এটিকে স্বপ্নের মতোই মনে হতে পারে। টুইটার থেকে বড় অংকের টাকা আয় করা সম্ভব। আমেরিকান সেলিব্রেটি Kim Kardashian তার প্রতিটি টুইট এর মাধ্যমে ad.ly থেকে $10,000 পান। তবে এটাকে আপনি অপ্রত্যাশিত আয় বলে ধরে রাখতে পারেন। কারন Kim Kardashian এর যেখানে ২০ লাখ এর বেশি ফলোয়ারস রয়েছে, সেখানে কয়েকশো ফলোয়ার্স দিয়ে আয় করার চিন্তাটা বোকামি। তবে ধীরে ধীরে বিপুল সংখ্যক সক্রিয় ফলোয়ার পেলে আপনিও আয় করতে পারেন টুইটার থেকে।
অনলাইনে আয় করুন টুইটারের মাধ্যমে
অ্যাডসেন্স, টুইটারেও?
না টুইটারে অ্যাডসেন্স প্রকাশ করা যায় না । কিন্তু অ্যাডসেন্সের মতো পে পার ক্লিক সার্ভিস টুইটারেও আছে । একমাত্র বিশ্বস্ত সাইট হচ্ছে revtwt । এই সাইট থেকে আপনি পছন্দমতো এড সিলেক্ট করে প্রকাশ করতে পারবেন । প্রতি ক্লিকের জন্যে পাবেন সর্বনিম্ন ৫ সেন্ট থেকে সর্বোচ্চ ২০ সেন্ট পর্যন্ত ।
টুইটার অ্যাকাউন্টে সর্বনিম্ন ৫০ জন ফলোয়ার যদি থাকে তাহলে প্রতিদিন ২ টি করে এড প্রকাশ করতে পারবেন । আর সর্বোচ্চ ১০ টি টুইটার অ্যাকাউন্টে এড প্রকাশ করতে পারবেন ।
সেই ক্লিকগুলো পেতে হবে এডভারটাইজার কর্তৃক নির্দিষ্ট কিছু দেশ থেকে । প্রধানত ইউএসএ থেকে । মিনিমাম পেআউট হচ্ছে ২০ ডলার , যদি আপনার পেপাল অ্যাকাউন্ট থাকে । আর যদি পেপাল অ্যাকাউন্ট না থাকে তাহলেও চিন্তার কিছু নেই । আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ১০০ ডলারে পৌছালে অ্যাডসেন্স এর মতো স্ট্যান্ডার্ড মেইলের সাহায্যে চেক পাঠিয়ে দেবে ।
না টুইটারে অ্যাডসেন্স প্রকাশ করা যায় না । কিন্তু অ্যাডসেন্সের মতো পে পার ক্লিক সার্ভিস টুইটারেও আছে । একমাত্র বিশ্বস্ত সাইট হচ্ছে revtwt । এই সাইট থেকে আপনি পছন্দমতো এড সিলেক্ট করে প্রকাশ করতে পারবেন । প্রতি ক্লিকের জন্যে পাবেন সর্বনিম্ন ৫ সেন্ট থেকে সর্বোচ্চ ২০ সেন্ট পর্যন্ত ।
টুইটার অ্যাকাউন্টে সর্বনিম্ন ৫০ জন ফলোয়ার যদি থাকে তাহলে প্রতিদিন ২ টি করে এড প্রকাশ করতে পারবেন । আর সর্বোচ্চ ১০ টি টুইটার অ্যাকাউন্টে এড প্রকাশ করতে পারবেন ।
সেই ক্লিকগুলো পেতে হবে এডভারটাইজার কর্তৃক নির্দিষ্ট কিছু দেশ থেকে । প্রধানত ইউএসএ থেকে । মিনিমাম পেআউট হচ্ছে ২০ ডলার , যদি আপনার পেপাল অ্যাকাউন্ট থাকে । আর যদি পেপাল অ্যাকাউন্ট না থাকে তাহলেও চিন্তার কিছু নেই । আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ১০০ ডলারে পৌছালে অ্যাডসেন্স এর মতো স্ট্যান্ডার্ড মেইলের সাহায্যে চেক পাঠিয়ে দেবে ।
একটি মন্তব্য পোস্ট করুন